আইনেরকথা.কম অনলাইন ভিত্তিক অধিকার বিষয়ক সাধারণ জ্ঞানমূলক সেবা প্রদানের জন্য নিবেদিত উদ্যোগ। আমাদের লক্ষ্য সহজ ভাষায় সবধরনের আইন বিষয়ক তথ্য সংগ্রহ ও সেগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারের মাধ্যমে নাগরিকদের মধ্যে নিজ নিজ অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি । এই উদ্যোগ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে একটি টেকসই, অর্ন্তভুক্তিমূলক ও গণতান্ত্রিক সমাজ ও সংস্কৃতি নিমার্ণে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস
এই প্রকল্পটি অদ্বিতীয়া সামাজিক শিক্ষা মঞ্চ
এবং স্পন্দনবি প্রতিষ্ঠানের একটি
যৌথ উদ্যোগ ।
জাকিয়া আফরিন মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক আইনের খণ্ডকালীন প্রভাষক । পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, গোল্ডেন গেট ইউনিভার্সিটি , সান ফ্রান্সিসকো এবং হেগ অ্যাকাডেমি অফ ইন্টারন্যাশনাল ল' এ । জীবনের মুল সুর বাংলা ভাষা ও বাংলাদেশ।
প্রবাসে সম্পাদনা, নাটক রচনা , কবিতার আসর আয়োজন করেন নিয়মিত।লেখা এবং বিভিন্ন কার্যক্রম দেখতে পাবেন www.auditiya.com site এ ।
আইন বিষয়ক লেখালেখির মধ্যে রয়েছে
"Combating Domestic Violence in Bangladesh: Law, Policy and Other Relevant Considerations," Annual Survey of International & Comparative Law: Vol. 22 : Iss. 1 , Article 9 2019
"Perspectives: Legalizing Discrimination: Rising Tide of Islamophobia" (2015). Publications. 675.
"Reinforcing Demands for Gender Justice: The War Crimes Tribunal of Bangladesh" (2013). Publications. 581.
Domestic violence and the Global Muslim Community: Legal practices and challenges/ Conference Proceedings, Claremont University, CA /2012
"The International War Crimes (Tribunal) Act, 1973 Of Bangladesh" (2010).
Chapter "Domestic violence and the need for an international legal response. Domestic Violence and the Need for an International Legal Response". Manak Publishers 2010)
"Democracy in Bangladesh" (2012). University Press Ltd ,Bangladesh , Author of chapter: The Chittagong Hill Tracts Peace Accord: Autonomy and Related Issues.
আরিফ খান বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট/অ্যাটর্নি হিসেবে কর্মরত আছেন।পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে (এলএল.বি.(অনার্স) ও এলএল. এম.)। ইংল্যান্ডের স্থানীয় বিচারব্যবস্থা বিষয়ে গবেষণা করেছেন(২০০৮-২০১০)।একই সময়ে লন্ডনভিত্তিক বিখ্যাত ল’ ফার্ম ব্রুমেল অ্যান্ড স্যাম্পল সলিসিটরস্-এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।২০১১ সালে অনুষ্ঠিত থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে তিনি পালন করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকের দায়িত্ব। একই বছর থাইল্যান্ডের নরেসুয়ান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের আমন্ত্রণে Rule of Law and Democracy in South Asia বিষয়ক ভাষণ প্রদান করেন।
বাংলাদেশের সংবিধান বিষয়ে গবেষক হিসেবে আরিফ খানের পরিচিতি ও খ্যাতি সর্বাধিক। আইন, আদালত, আইন-ব্যক্তিত্ব ও বিচার বিভাগীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা ও প্রকাশনার জন্য ২০১৫ সাল থেকে তিনি মাসিক লিগ্যালইস্যু নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন।
তিনি শিক্ষামূলক সামাজিক সংগঠন ‘রিডিং ক্লাব ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক। তিনি প্রকাশিতব্য বাংলাদেশের সাংবিধানিক দলিলপত্র-এর সম্পাদক (যৌথ)।
২০১৭ সালে তিনি সুপ্রিম কোর্ট কর্তৃক আমন্ত্রিত হয়ে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাস ও বিবর্তন(১৭২৬-২০১৭) বিষয়ে একটি গবেষণা কার্যক্রমের প্রধান গবেষক হিসেবে দায়িত্বপালন করেছেন।২০১৮ সালের জানুয়ারিতে এই গবেষণাকর্ম বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক বই আকারে প্রকাশিত হয়েছে।
তার রচিত বইয়ের মধ্যে রয়েছে-
আইনেরকথা.কম-এ প্রদত্ত তথ্যসমূহেত উদ্দেশ্য আইন বিষয়ক পরামর্শ প্রদান নয় বরং আইন বিষয়ক সাধারন তথ্য প্রদান করা। যেকোনো পাঠক সম্পূর্ণ নিজ দায়িত্বে ও তাঁর নিজস্ব প্রয়োজনে এখানে পরিবেশিত তথ্য দ্বারা নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। কিন্তু এখানে পরিবেশিত তথ্যের ভিত্তিতে তিনি নিজে কোনো আইন বা আদালত বিষয়ক সিদ্ধান্তগ্রহণ করবেন না; বা এসব তথ্যের ভিত্তিতে তিনি অন্যকে কোনো আইনি পরামর্শ প্রদান করবেন না। যদি করেন, তবে সেজন্য শুধু তিনি নিজেই দায়ী থাকবেন, এই ওয়েবসাইট, এর সম্পাদক বা ‘আইনের কথা’র সঙ্গে সংম্পৃক্ত কেউ কোনোপ্রকারে দায়ী থাকবে না। এখানে পরিবেশিত তথ্য কেবল সাধারণ জ্ঞান হিসেবে নিজেকে সমৃদ্ধ করার জন্য ব্যবহার করা যাবে, এসব তথ্য কখনোই আইন, আদালত, বিচারক, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, থানা-পুলিশ, ভিকটিম সাপোর্ট সেন্টার ইত্যাদিসহ অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের বিকল্প নয়।